ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সড়ক দুঘর্টনায় আহত জাপা নেতার মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ০৮:২৫, ২৫ ফেব্রুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

রাজবাড়ীতে সড়ক দুঘর্টনায় আজক জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন মাষ্টার (৬৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শুক্রবার বিকালে ঢাকা বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি পাংশা উপজেলার ইয়াকুব আলী বিদ্যাপীটের অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন। তার বাড়ী আশুরহাট গ্রামে।

রাজবাড়ী জেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট খন্দকার হাবিবুর রহমান বাচ্চু বলেন, গত ৫ দিন পূর্বে পাংশায় তার ব্যবহৃত মোটরসাইকেলের সঙ্গে গরুর গাড়ির সংঘর্ষ হয়। এতে তিনি মারাত্মক আহত হন। 

পরে তাকে প্রথমে পাংশা হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা বিআরবি হাসপাতালে প্রেরণ করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি