ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

পালিয়ে নিজের বাল্যবিয়ে ঠেকালো স্কুলছাত্রী

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৩৭, ২৫ ফেব্রুয়ারি ২০২৩

ঝালকাঠির নলছিটিতে বাড়ি থেকে পালিয়ে পুলিশে খবর দিয়ে নিজের বাল্য বিয়ে ঠেকালো ইতু মনি নামে এক স্কুলছাত্রী।

শুক্রবার বিকেলে প্রবাসী এক ছেলের সঙ্গে বিয়ের কথা ছিল তার।

এর আগে ওই ছাত্রীর বাবা-মা মারধর করে তাকে বাড়িতে আটকে রাখে। তবে সকাল ৬টার দিকে কৌশলে বাড়ি থেকে পালিয়ে এক বান্ধবির বাসায় যায় ওই ছাত্রী।

পরে বিদ্যালয়ের শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশের সহযোগিতায় নলছিটি উপজেলা প্রশাসন ওই ছাত্রীকে উদ্ধার করে। 

ইতু মনি (১৪) উপজেলা খাগড়াখানা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

পরে  ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে দিবে না মর্মে বাবা নুরুল ইসলাম হাওলাদার ও মা দুলু বেগম কাছ থেকে মুচলেকা রেখে তাদের জিম্মায় ওই ছাত্রীকে দেয় উপজেলা প্রশাসন।

স্কুলছাত্রী ইতু মনির অভিযোগ, বাড়ির পাশের বেল্লাল ঢালী নামের এক সৌদি প্রবাসী যুবকের সঙ্গে জোরপূর্বক বিয়ে ঠিক করে মা-বাবা। এতে রাজি না হওয়ায় তাকে মারধর করে বিয়েতে রাজি করার চেষ্টা করা হয়। পরে কৌশলে পালিয়ে সে এক বান্ধবির বাসায় আশ্রয় নেয়। সেখান থেকে স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য, পুলিশ ও উপজেলা প্রশাসনের কাছে খবর পাঠায় ওই ছাত্রী।

নলছিটি থানার এসআই মফিজুর রহমান বলেন, আঠারো বছর পূর্ণ না হওয়া পর্যন্ত তাকে বিয়ে দিবে না এই মর্মে মুচলেকা নিয়ে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করে তার মা-বাবার জিম্মায় দেওয়া হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি