ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত শিবপুর উপজেলা চেয়ারম্যান

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত : ১০:১৬, ২৫ ফেব্রুয়ারি ২০২৩ | আপডেট: ১০:২০, ২৫ ফেব্রুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

নরসিংদীর শিবপুরে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি হারুনুর রশিদ খান। 

শনিবার সকালে ফজরের নামাজ আদায় করে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে। 

তার পরিবারের সদস্যরা জানান, ফজরের নামাজ আদায় করে নিজ বাড়ি ফিরছিলেন তিনি। এ সময় ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে গুলি করে মোটরসাইকেলযোগে পালিয়ে যায়। 

পরে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। 

এ ঘটনায় উত্তেজিত হয়ে হারুনুর রশিদ খানের সমর্থকরা শিবপুর উপজেলার প্রধান সড়কগুলোতে অবরোধ সৃষ্টি করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে।

শিবপুর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ তালুকদার জানান, প্রাথমিকভাবে তাকে ঢাকা মেডিকেল কলেজে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। অপরাধীকে খুঁজে বের করতে পুলিশ তৎপর রয়েছে। 

পরে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি