ঢাকা, বুধবার   ০১ জানুয়ারি ২০২৫

রায়পুরায় দুর্বৃত্তদের গুলিতে সাবেক ইউপি সদস্য নিহত

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত : ১৩:২২, ২৫ ফেব্রুয়ারি ২০২৩

নরসিংদীর রায়পুরার বাঁশগাড়িতে দুর্বৃত্তদের গুলিতে সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। 

শনিবার সকালে মেঘনার শাখা পাগলা নদীর পাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির  মো. স্বপন মিয়া (৪২) বাঁশগাড়ি ইউনিয়নের বটতলীকান্দি গ্রামের সিরাজ মিয়ার ছেলে ও ৮ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন।

জানা যায়, তিনি ওই এলাকার সাবেক চেয়ারম্যান আশরাফুল হক সরকারের সমর্থক ও তার বিরুদ্ধে হত্যা, লুটপাট ও অগ্নি সংযোগের ঘটনায় রায়পুরা ১২টি মামলা রয়েছে। 

ওই এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বর্তমান চেয়ারম্যান জাকির হোসেন রাতুল ও সাবেক চেয়ারম্যান আশরাফুল হক সরকারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। রাতুল বাঁশগাড়ি ইউনিয়ন শাখা যুবলীগের সভাপতি প্রার্থী ও আশরাফুল আওয়ামী লীগের ইউনিয়ন শাখার সদস্য।

রায়পুরা থানার উপ পুলিশ পরিদর্শক আবুল কালাম আজাদ জানান, বাঁশগাড়িতে একজন নিহতের খবর পেয়েছি। এখনই বিস্তারিত বলা যাচ্ছে না। খোঁজখবর নিয়ে বিস্তারিত জেনে জানানো হবে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি