ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

বালুভর্তি জলমহাল নিয়ে বিপাকে ভূরুঙ্গামারীর মৎস্যজীবীরা (ভিডিও)

আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম

প্রকাশিত : ০৯:২৪, ২৬ ফেব্রুয়ারি ২০২৩ | আপডেট: ১১:৩৭, ২৬ ফেব্রুয়ারি ২০২৩

বন্যার পানিতে আসা বালু ভরাট হয়ে যাওয়া ইজারার জলমহাল নিয়ে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন কুড়িগ্রামের চর ভূরুঙ্গামারী ইউনিয়নের মৎস্যজীবী সমবায় সমিতির সদস্যরা। আয় রোজগার না থাকায় সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তারা। অন্যদিকে ইজারার টাকা পরিশোধ নিয়ে দুঃশ্চিন্তায় সমিতি।   

ভূরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের প্রায় ১২ একর আয়তনের দক্ষিণ তিলাই গত বছরের এপ্রিলে ১০ লাখ ৮০ হাজার টাকায় ইজারা নেয় চর ভূরুঙ্গামারী ইউনিয়নের মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড।

উপজেলা প্রশাসনের কাছ থেকে ইজারা নেওয়ার পর প্রথম কিস্তি হিসেবে তিন লাখ ষাট হাজার টাকা সরকারি দপ্তরে জমাও 
দেওয়া হয়েছিল। 

কিন্তু কয়েক মাস পর বন্যায় দুধকুমার নদে ভাঙন দেখা দিলে জলমহালটি বালু দিয়ে ভরাট হয়ে যায়। এতে জলমহালটি মাছ চাষের অনুপযোগী হয়ে পড়ে। মাছ চাষ করতে না পেরে আর্থিক ক্ষতির মুখে পড়েন সমিতির সদস্যরা। 

জলমহালটি সংস্কারের জন্য সমিতির পক্ষ থেকে উপজেলা এবং জেলা প্রশাসনকে একাধিকবার জানানোও হয়েছে।

স্থানীয় বাসিন্দারা এক সময় দৈনন্দিন কাজে এই বিলের পানি ব্যবহার করতেন। কিন্তু ভরাট হয়ে যাওয়ায় তারাও আছেন বিপাকে। 

তবে মৎস্যজীবী সমিতির সমস্যার কথা জানার পর দ্রুত প্রয়োজনী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক কুড়িগ্রামের জেলা প্রশাসক সাইদুল আরীফ।

এএইচএস


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি