ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ইজিবাইকের চাপায় প্রাণ গেলো শিশুর

মোংলা প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৪৬, ২৬ ফেব্রুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

মোংলায় ইজিবাইকের চাপায় ছয় বছরের আব্দুল্লাহ শেখ নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

রোববার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার মিঠাখালী মধ্যপাড়া এলাকায় রাস্তা পারাপারের সময় এই দুর্ঘটনা ঘটে। 

আব্দুল্লাহ শেখ ওই এলাকার মুকুল শেখের ছেলে। সে রুদ্র মুহাম্মদ শহিদুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যাপিঠের প্রথম শ্রেণীর ছাত্র।

মিঠাখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বর) উকিল উদ্দিন ইজারদার বলেন, সকালে বাড়ি থেকে বের হয়ে রাস্তা পার হচ্ছিল শিশু আব্দুল্লাহ শেখ। এসময় দ্রুতগামী একটি ইজিবাইক এসে তাকে চাপা দেয়। পরে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় তদন্ত কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছে উল্লেখ করে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, এ ঘটনায় আইনী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, একমাত্র ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন বাবা-মা। পরিবারে চলছে শোকের মাতম।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি