ঢাকা, রবিবার   ০৯ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমান মাদক উদ্ধার 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ২৩:১৮, ২৬ ফেব্রুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া বিজয়নগর ও হবগিঞ্জ জলোর মাধবপুর সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধার করেছে বিজিবির ২৫ ব্যাটালিয়নর (সরাইল ব্যাটালিয়ন) এর সদস্যরা। মাদকদ্রব্য মধ্যে রয়েছে ২৩৪০ পিস ইয়াবা ট্যাবলেট, ২৪০ বোতল ইস্কফ সিরাপ এবং ৯১ কেজি গাঁজা। 

রোববার বিকেলে বিজিবির ২৫ ব্যাটালিয়নর পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর আখাউড়া হবগিঞ্জ জলোর মাধবপুর সীমান্তবতী কাশিনগর, হীরাপুর, মালঞ্চপুর, নোয়াবাদী, রাজাপুর, আনোয়ারপুর, কামালমোড়া এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে এই বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধার করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ধারকৃত মাদ্রকদ্রব্য মালামাল গুলো ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা এবং ধ্বংসের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) অধিনায়ক, লেঃ কর্নেল সৈয়দ আরমান আরিফ(পিএসসি) জানান, সীমান্ত এলাকা দিয়ে কোনরকম মাদক যেন দেশে না ঢুকতে পারে সে জন্য বাংলাদেশ বর্ডার গার্ড সব সময়ই সীমান্ত এলাকায় জাগ্রত রয়েছে। বিজিবি দিনরাত নিরলসভাবে কাজ চালিয়ে যাচ্ছে। তাদের এই মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি