ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

মোংলা বন্দর উন্নয়নে ১৬ দফা দাবি

মোংলা প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১২, ২৭ ফেব্রুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

মোংলা বন্দরকে জেলা ঘোষণসহ ১৬ দফা দাবি নিয়ে আন্দোলনে নামার প্রস্তুতি নিয়েছে বন্দর উন্নয়ন সংগ্রাম পরিষদ। তবে সরকারের চলমান উন্নয়ন ধারাকে অব্যাহত রাখতে এই পরিষদের পূর্ণ সমর্থন রয়েছে উল্লেখ করে তারা কাজ করতে চান। 

বন্দরকে আরও আধুনিক ও গতিশীল করার লক্ষ্যে তাদের প্রস্তাবিত ১৬টি দাবি দ্রুত বাস্তবায়ন করার তাগিদ দেওয়া হয়। 

সোমবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় মোংলা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে ১৬ দফা দাবিসহ এসব কথা বলেন মোংলা কলেজের সাবেক ভিপি ও বন্দর উন্নয়ন সংগ্রাম পরিষদের আহবায়ক মোঃ শাহ আলম।

যেসব দাবি নিয়ে আন্দোলন করার কথা বলা হয়েছে তা হচ্ছে- মোংলা বন্দরকে গতিশীল করতে পশুর নদীর নাব্যতা বৃদ্ধির জন্য নিয়মিত ড্রেজিংয়ের কাজ অব্যাহত রাখা, দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের আশা ও স্বপ্ন মোংলাকে জেলা ঘোষণা করা, জয়মনির সাইলোর মালামাল পরিবহনের সুবিধার্থে মোংলাবাসীর যাতায়াতের জন্য অনতিবিলম্বে মোংলা নদীতে ব্রিজ নির্মাণ, মোংলা বন্দরকে আধুনিকায়ন ও গতিশীল করা, মোংলা ইপিজেডে বিনিয়োগকারীদের আকৃষ্ট করার লক্ষ্যে সুযোগ সুবিধা বৃদ্ধি, মোংলা সরকারি কলেজকে বিশ্বদ্যিালয়ে রুপান্তরিত করা, দক্ষিণাঞ্চলের মানুষের সু চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ২৫০ শয্যায় উন্নীত করা, মোংলা অঞ্চলের মানুষের সুপেয় ও বিশুদ্ধ পানি নিশ্চিত করা, মোংলা বন্দরের কর্মরত শ্রমিক-কর্মচারীদের চট্রগ্রাম বন্দরের ন্যায়ে সুযোগ সুবিধা প্রদান করা, সুন্দরবন পর্যটন শিল্পকে আর্ন্তজাতিক মানের পর্যটন শিল্পে রুপান্তরিত করা, খান জাহান আলী বিমান বন্দর চালু করা, দ্রুত সময়ে অর্থনৈতিক জোন চালু করা, মোংলায় অবস্থিত শেখ রাসেল মিনি স্টেডিয়ামকে আর্ন্তজাতিক মানের স্টেডিয়াম করা, মোংলা-খুলনা-ঢাকা মহাসড়ককে ছয় লেনে উন্নতি করা, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রকে দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গভাবে চালু করা ও মোংলা থেকে জয়মনি সাইলো পর্যন্ত মহা সড়ক নির্মাণ করা।

এসব দাবি জনস্বার্থে দ্রুত বাস্তবায়ন চান বন্দর উন্নয়ন সংগ্রাম পরিষদ। উত্থাপিত দাবি বাস্তবায়ন হলে সরকারের উন্নয়নের ধারাবাহিকতা আরও তরান্বিত হবে বলে জানায় তারা। 

এসময় আরও বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক আহসান হাবিব হাসান, খুলনা মহানগর তাঁতী লীগের সহ সভাপতি মোঃ নাসির উদ্দিন, মোংলা লঞ্চ লেবার এ্যাসোসিশনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন চৌধুরী, বনিক সমিতির সাধারণ সম্পাদক কামরুল হাসান খোকন, মোংলা বন্দর শ্রমিক কর্মচারী সংঘের সাবেক যুগ্ন সম্পাদক মতিয়ার রহমান সাকিব, মোংলা বন্দর ক্রেন চালক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আকতার হোসেন, সাংবাদিক শফিকুল ইসলাম শান্ত, রিক্সা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মোঃ হাসু মিয়া, বন্দরের ক্রেন চালক মোঃ মাসুদ ও ওয়াচম্যান শ্রমিক আব্দুল জলিল।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি