ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

উল্লাপাড়ায় পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ২৩:০২, ২৭ ফেব্রুয়ারি ২০২৩

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পুলিশ সদস্য মোয়াজ্জেম হোসেনের (৫৯) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে শয়ন কক্ষ থেকে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

মোয়াজ্জেম হোসেন উল্লাপাড়া পৌর শহরের নবগ্রামের বাস করতেন। তিনি মৃত জেকাত সরকারের ছেলে। নিহত মোয়াজ্জেম উল্লাপাড়া মডেল থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন। ২ মাস পরই চাকরি থেকে অবসরের কথা ছিল।

নিহতের স্বজনরা জানান, নিহত মোয়াজ্জেম হোসেন চাকরির শেষ সময়ে এসে উল্লাপাড়া মডেল থানায় কর্মরত ছিলেন। গত রোববার রাতে ডিউটি শেষ করে বাড়িতে আসে। কয়েকদিন ধরে সে একাই বাস করতেন। এই সুযোগে কেউ বাসায় ডুকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। তবে টাকা নিয়ে কয়েকজনের সাথে ঝামেলা চলছিল বলেও জানান তারা। খবর পেয়ে উল্লাপাড়া মডেল থানা পুলিশ, (ডিবি), সিআইডি, ও পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুলিশ সুপার আরিফুল ইসলাম মণ্ডল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে। ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে। মরদেহটি উদ্ধার করে করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি