ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

হাতিয়ায় ইয়াবাসহ বাংলালিংক রাশেদ আটক

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১২:২৯, ২৮ ফেব্রুয়ারি ২০২৩

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার পৌর এলাকায় অভিযান চালিয়ে রাশেদুল ইসলাম (বাংলালিংক রাশেদ) নামের এক ব্যক্তিকে আটক করেছে কোস্টগার্ড। এসময় তার কাছ থেকে ৭৬৫ পিস ইয়াবা জব্দ করা হয়।

মঙ্গলবার সকালে আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। 

এরআগে সোমবার সন্ধ্যায় তাকে পৌর এলাকার হরেন্য মার্কেট থেকে আটক করা হয়। আটককৃত রাশেদুল ইসলাম উপজেলার বুড়িরচর ইউনিয়নের গুল্লাখালি গ্রামের আলী আজমের ছেলে।

কোস্টগার্ড জানায়, দক্ষিণ জোনের অধিনস্থ বিসিজি স্টেশান হাতিয়ার স্টেশান কমান্ডার এম রফিকুল ইসলামের নেতৃত্বে হাতিয়া পৌরসভার ৯নং ওয়ার্ড হরন্য মার্কেট এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড। এসময় মাদকদ্রব্য বিক্রিকালে বাংলালিংক রাশেদকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ৭৬৫ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

স্টেশান কমান্ডার এম রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত মাদক কারবারি কক্সবাজার ও চট্টগ্রাম থেকে ইয়াবা এনে উপজেলার বিভিন্ন স্থানে বিক্রি করতো। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। 

মাদকের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
 
এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি