ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪

তিন বছরে নারায়ণগঞ্জে ৩২৪টি গ্যাস বিস্ফোরণ (ভিডিও)

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি

প্রকাশিত : ১২:৫২, ২৮ ফেব্রুয়ারি ২০২৩

নারায়ণগঞ্জে গত তিন বছরে ৩২৪টি গ্যাস বিস্ফোরণ ঘটে। মারা যান অন্তত ৮২ জন। তবে চিকিৎসাধীন অবস্থায় আরও কতোজন প্রাণ হারিয়েছেন তার তথ্য নেই পুলিশের কাছে। 

নারায়ণগঞ্জের ফতুল্লার তল্লা মসজিদে গ্যাস বিস্ফোরণের ঘটনা আজও ভুলতে পারেননি স্বজনরা। দুই সন্তান হারানোর স্মৃতি আজও কাঁদায় মাকে। বাবাকে হারিয়ে যেন সব হারিয়েছেন পারভিনও। গত তিন বছরে ৩২৪টি গ্যাস বিস্ফোরণে বহু পরিবার প্রিয় মানুষকে হারিয়েছেন।  

পুলিশের তথ্য বলছে, গেল তিন বছরে গ্যাস বিস্ফোরণে জেলায় নারী শিশুসহ অন্তত ৮২ জন প্রাণ হারিয়েছেন। দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন অনেকে। তবে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আরও অনেক মানুষ। যাদের সংখ্যা জানাতে পারেনি পুলিশ ও ফায়ার সার্ভিস।  

স্থানীয়দের দাবি, বাসা-বাড়িতে গ্যাস বিস্ফোরণের ঘটনার পর কর্তৃপক্ষ তৎপর হলেও কয়েক দিনের মধ্যে তা থেমে যায়। আর গ্যাসের পাইপলাইন লিকেজের বিষয়ে অভিযোগ দিলেও সমাধান হয় না। 

এলাকাবাসীরা জানান, সরকারের দাবি যেন গ্যাস কর্তৃপক্ষ এটা সম্পূর্ণ নিরাপদ রাখার ব্যবস্থা নেয়। তদন্ত কমিটির কাজ শেষ তারপর যখন ঝাড়ু নিয়ে জনগণ মিছিল করে তারপর হয়তো দেখা যায় সেই সমস্যাটা সমাধান হচ্ছে।

ফায়ার সার্ভিস বলছে, স্থানীয়দের অসচেতনতা ও তিতাস কর্তৃপক্ষের অবহেলায় অনেক দুর্ঘটনা ঘটে। 

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক ফখরু উদ্দিন বলেন, “সবাইকে সচেতনতার উদ্দেশ্যে বলবো, আপনার রান্নাঘরে লিকেজ আছে কিনা সেভাবে সতর্ক হউন।”

তিতাস কর্তৃপক্ষ বলছে, পাইপলাইন লিকেজের অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হয়। বাসায় গ্যাস বিস্ফোরণের দায় গ্রাহকের। 

তিতাস গ্যাস উপ-মহাব্যবস্থাপক মামুনুর রশীদ বলেন, “বিদ্যমান লাইনের দায়িত্ব আমাদের কিন্তু বাসার হাউজ লাইনের অংশটুকুর দায়িত্ব সংশ্লিষ্ট গ্রাহকের। বেশিরভাগ দুর্ঘটনা হচ্ছে বাসার হাউজ লাইন থেকে।”

পুলিশ বলছে, দুর্ঘটনা বিষয়ে অভিযোগ পেলে মামলা নেওয়া হয়। অনেক ক্ষেত্রে অপমৃত্যুর মামলা হয়। তদন্ত সাপেক্ষে কারো বিরুদ্ধে অবহেলা বা অপরাধ প্রমাণিত হলে চার্জশীট দেয়া হয়। 

নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা বলেন, “তদন্ত করে সাক্ষ্য-প্রমাণ মোতাবেক চার্জশিট দাখিল করা হয়ে থাকে।”

গ্যাস বিস্ফোরণ রোধে তিতাসের পাইপলাইনের সঠিক রক্ষণাবেক্ষন ও মেয়াদোত্তীর্ণ এলপিজি সিলিন্ডার বাজার থেকে প্রত্যাহারে সরকারের পদক্ষেপ চান স্থানীয়রা। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি