ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই ভাই গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৩:০৫, ২৮ ফেব্রুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই ভাইকে গ্রেফতার করেছে র‍্যাব। 

মঙ্গলবার সকালে র‍্যাব-৯ হবিগঞ্জ ক্যাম্পের সিপিসি-১ লেঃ কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে সোমবার বিকালে উপজেলার ধরখার বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। 

আটক মো. দুলাল মিয়া (৪৬) ও লোকমান মিয়া (৪২) জেলার সদর উপজেলার ভাটপাড়া (হাজী বাড়ি) এলাকার মো. আবু শামার ছেলে।

বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া উপজেলার ধরখার বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে দুটি সিএনজিচালিত অটোরিকসাসহ তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের ব্যবহৃত দুটি সিএনজি তল্লাসী করে ৩২ কেজি গাঁজা পাওয়া যায়।

র‍্যাব আরও জানায়, গ্রেফতার দুজন সম্পর্কে আপন দুইভাই। তারা ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে গাঁজা দেশে প্রবেশ করে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করে থাকে। 

আটককৃত লোকমান মিয়া চিহ্নিত মাদককারবারি। তার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা, ডিএমপির মিরপুর মডেল থানা ও গাজীপুর কাপাসিয়া থানায় একাধিক মাদক মামলা রয়েছে। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি