ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

খুলনায় চিকিৎসকদের কর্মবিরতি ঘোষণা

খুলনা প্রতিনিধি

প্রকাশিত : ১৫:২৩, ২৮ ফেব্রুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের প্লাস্টিক সার্জারী বিভাগের প্রধান ডা. শেখ নিশাত আব্দুল্লাহর উপর হামলার প্রতিবাদে আগামীকাল খুলনায় ২৪ ঘন্টার কর্মবিরতি ঘোষণা করা হয়েছে। 

আজ মঙ্গলবার বেলা ১২টায় বিএমএ ভবনে এক সাংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। 

বক্তারা বলেন, হামলাকারীদের ১২ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা না হলে বুধবার (১ মার্চ) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (২ মার্চ) সকাল ৬টা পর্যন্ত খুলনা জেলার স্বাস্থ্যবিভাগের সকল প্রতিষ্ঠানে চিকিৎসকদের পূর্ণ কর্মবিরতি চলবে। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিএমএ খুলনার সভাপতি ডা. শেখ বাহারুল আলম। এ সময় বিএমএ’র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি