ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানী বন্ধ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৫০, ১ মার্চ ২০২৩ | আপডেট: ১৪:৫১, ১ মার্চ ২০২৩

ভারতের ত্রিপুরা রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা উপলক্ষে দুদিনের জন্য দেশের অন্যতম রপ্তানীমুখী স্থলবন্দর আখাউড়া দিয়ে আমদানি-রপ্তানী কার্যক্রম বন্ধ রয়েছে। তবে দুই দেশের যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বুধবার সকাল থেকে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে আখাউড়া বন্দরে।

আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানান, গত ১৬ ফেব্রুয়ারি ত্রিপুরা রাজ্যের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। আগামীকাল ২ মার্চ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। এ উপলক্ষে ১ ও ২ মার্চ পুরো ত্রিপুরা রাজ্যজুড়ে পরিবহন চলাচল নিয়ন্ত্রিত থাকবে।

একারণে বুধবার ও বৃহস্পতিবার আখাউড়া স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের ব্যবসায়ীরা।

তবে ৩ মার্চ শুক্রবার সাপ্তাহিক ছুটি হওয়ায় ৪ মার্চ থেকে যথারীতি পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

উল্লেখ্য, প্রতিদিন এ বন্দর দিয়ে মাছ, রড, সিমেন্ট, পাথর, প্লাস্টিকসহ বিভিন্ন পণ্য রপ্তানী হয়ে থাকে। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি