ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

রাজবাড়ীতে ৮০ কেজি করে চাল পেলেন ৩৫০ জেলে

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:২২, ১ মার্চ ২০২৩ | আপডেট: ১৫:৫০, ১ মার্চ ২০২৩

বর্তমানে নদীতে জাটকা নিধনে নিষেধাজ্ঞা চলমান। এ প্রেক্ষিতে রাজবাড়ী জেলা সদরের চন্দনী ইউনিয়নে  বিশেষ প্রনোদনার আওতায় ৩৫০ জেলের মাঝে ৮০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার বিকালে ত্রাণ ও দুর্যোগ ব্যাস্থাপনা ও সদর উপজেলা মৎস্য অফিসের সহযোগীতায় চন্দনী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ চাল বিতরণ করা হয়।

৮০ কেজি করে মোট ২ হাজার ৮০০ কেজি চাল বিতরণ করা হয়।

এসময়ে উপস্থিত ছিলেন চন্দনী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুর রব, ট্যাগ অফিসার হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোস্তফা কামাল, ইউনিয়ন সচিব তৈয়বুর রহমান ও অত্র ইউনিয়নের সদস্যরা।

সদর উপজেলার ৮ ইউনিয়নের মধ্যে তিন ইউনিয়নে কার্ডধারী জেলেদের মাঝে এ চাল বিতরণ করা হয়।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি