ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

ডা. নিশাতের উপর হামলা: এএসআই নাঈম ক্লোজ, তদন্ত শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৫, ২ মার্চ ২০২৩ | আপডেট: ১১:৩৭, ২ মার্চ ২০২৩

খুলনায় ডা. নিশাতের দায়ের করা মামলায় বুধবার রাতে সাতক্ষীরা সদর থানা থেকে এএসআই নাঈমকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। 

সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান এই তথ্য নিশ্চিত করেন। 

এদিকে, ডা. শেখ নিশাত আব্দুল্লাহর উপর হামলায় জড়িতদের গ্রেফতারের দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন জেলার সব চিকিৎসক। 

বিএমএ খুলনা শাখার কার্যনির্বাহী পরিষদ আজ আবার জরুরি সভায় বসবে বলে জানিয়েছেন বিএমএ সভাপতি ডা. বাহারুল আলম। 

বুধবার রাতে হামলায় জড়িত ব্যক্তিরা গ্রেফতার না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন চিকিৎসক নেতারা। টানা দুদিন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসক না থাকায় দুর্ভোগে পড়েছেন রোগীরা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি