ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

অটোচালকের মরদেহ পড়েছিল আমবাগানে

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১২:২৬, ২ মার্চ ২০২৩

নিহত জাহেদুলের স্বজনদের আহাজারি

নিহত জাহেদুলের স্বজনদের আহাজারি

Ekushey Television Ltd.

নাটোরে জাহেদুল ইসলাম (৪৫) নামে এক অটোচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

আজ বৃহস্পতিবার সকালে সদর উপজেলার বুড়ির বটতলা এলাকার একটি আমবাগান থেকে মরদেহ উদ্ধার করা হয়। মৃত জাহেদুল ইসলাম নজরপুর এলাকার সামাদ আলীর ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার বিকালে বাড়ি থেকে বের হয় জাহেদুল ইসলাম। রাত ১০টা পর্যন্ত বাড়ির কাছে বাজারেই সময় কাটায় সে। এ সময় সকলের সঙ্গেই তার দেখা ও কথা হয়। এরপর জাহিদুল ইসলাম রাতে আর বাড়ি ফিরেননি।

বাড়ি ফিরে না আসায় খোঁজাখুজি করেও তার সন্ধান পাওয়া যায়না। আজ বৃহস্পতিবার সকালে বাড়ির অদূরে বুড়ির বটতলা এলাকায় জনৈক ইয়াকুব আলীর আমবাগানে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। 

স্থানীয়রা জানান, জাহেদুল বিভিন্ন সমিতি থেকে ঋণ নিয়ে ঋণগ্রস্ত ছিলেন। পাওনাদাররা টাকা পরিশোধের জন্য চাপও দেয় তাকে। ঋণের টাকা পরিশোধ করতে না পেরে মানসিকভাবে ভেঙ্গে পড়ে সে।  

নাটোর সদর থানার ওসি নাছিম উদ্দিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জাহেদুল আত্মহত্যা করেছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর আইনগত পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।  

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি