ঢাকা, সোমবার   ০৬ জানুয়ারি ২০২৫

নওগাঁয় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩১, ২ মার্চ ২০২৩

নওগাঁর পত্নীতলা ও আত্রাই উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ট্রাক চালক ও এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (২ মার্চ) পৃথক সময়ে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন নাটোর জেলার বড়ইগ্রাম উপজেলার আহমেদপুর গ্রামের মৃত দীলবরের ছেলে ট্রাক চালক আমির হোসেন (৭০) এবং পত্নীতলা উপজেলার আকবরপুর গ্রামের মোটরসাইকেল আরোহী তুহিন হোসেন (৩০)।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান রহমান বলেন, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সিমেন্ট বোঝাই করে আত্রাই উপজেলার বান্দায়খাঁড়া বাজারে যাচ্ছিল ট্রাকটি। বাজারের প্রবেশের সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ব্যাটারি চালিত রিকশা ও মোটরসাইকেলকে চাপা দিয়ে বাজারের দোকানের সেডে ধাক্কা দেয়। 

এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। পরে স্থানীয়রা ট্রাকের সামনের অংশ কেটে চালক আমির হোসেনকে উদ্ধার করে নওগাঁ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। 

ট্রাকটি সিমেন্ট নিয়ে কোথায় যাচ্ছিল তা জানার চেষ্টার করা হচ্ছে।

অপরদিকে, জেলার পত্নীতলা উপজেলায় ট্রলির সঙ্গে ধাক্কা লেগে তুহিন হোসেন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বেলা ১১টার দিকে পত্নীতলা-দেবর দীঘি সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

তার বাড়ি উপজেলার আকবরপুর গ্রামে।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে বলে জানান তিনি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি