ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

মোটরসাইকেলে ঘুরতে বেরিয়েছিল নবদম্পতি, প্রাণ গেল স্বামীর

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৫৬, ৩ মার্চ ২০২৩ | আপডেট: ১৮:০৭, ৩ মার্চ ২০২৩

চুয়াডাঙ্গায় ঘুরতে বের হয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে শামিম হোসেন (২৩) নামে এক যুবক নিহত হয়েছে। আহত হয়েছেন তার স্ত্রী সোনিয়াসহ দুই নারী।। 

বৃহস্পতিবার (২ মার্চ) সন্ধা ৭ টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা-হিজলগাড়ি সড়কের কৃষি খামারের নিকট ঘটে এ দুর্ঘটনা। নিহত শামিম হোসেন সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের ফুরশেদপুর গ্রামের মৃত শফিউদ্দীনের ছেলে। আহতরা হলেন শামিমের স্ত্রী সোনিয়া খাতুন (১৮) ও তার শ্যালকের স্ত্রী শেফালী খাতুন (২০)।

পরিবারের সদস্যরা জানায়, গত শুক্রবার শামিমের বিবাহ হয় একই ইউনিয়নের বলদিয়া গ্রামের সোনিয়া খাতুনের সাথে। বৃহস্পতিবার সন্ধার পর শ্বশুর বাড়ি থেকে স্ত্রী ও শ্যালকের স্ত্রী শেফালীকে নিয়ে শামিম মোটরসাইকেলে ঘুরতে বের হন। দর্শনা-হিজলগাড়ি সড়কের কৃষি খামারের নিকট পৌঁছালে মোটরসাইকেলের সামনে একটি কুকুর চলে আসে। এসময় শামিম জোরে ব্রেক করলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লাগে। এতে তারা রক্তাক্ত জখম হয়। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক শামিমকে মৃত ঘোষণা করেন।

সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মুস্তাফিজুর রহমান বলেন, পরীক্ষা-নিরীক্ষার পর শামিমকে মৃত ঘোষণা করা হয়েছে। সোনিয়ার অবস্থা আংশকাজনক। প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী নেয়ার পরামর্শ দেয়া হয়েছে। এছাড়া আহত শেফালী খাতুন শঙ্কামুক্ত।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম লুৎফুল কবীর বলেন, এক দম্পত্তি ঘোরাঘুরির সময় কুকুর বাঁচাতে গেলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে

ঘটনাস্থলেই স্বামীর মৃত্যু হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি