ঢাকা, শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪

তুরস্কের ব্লু মসজিদের আদলে চন্দনাইশে দৃষ্টিনন্দন মসজিদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩৩, ৩ মার্চ ২০২৩ | আপডেট: ২১:৩৪, ৩ মার্চ ২০২৩

তুরস্কের ব্লু মসজিদের আদলে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ফতেনগর গ্রামে নির্মাণ করা হয়েছে দৃষ্টি নন্দন একটি জামে মসজিদ। ফতেনগর সিকদার বাড়ি জামে মসজিদটি দেখতে ও নামাজ পড়তে দূর দূরান্ত থেকে মুসলিমসহ বিভিন্ন ধর্মের লোকজন ছুটে আসছেন।  

ব্যক্তিগত উদ্যোগে ফতেনগর গ্রামে কবরস্থানসহ ২ একর জমির ওপর নির্মাণ করা হয় দৃষ্টিনন্দন এই মসজিদটি৷ 

২০১৪ সালের ১৩ ফেব্রুয়ারি মসজিদ নির্মাণের কাজ শুরু করা হয়। সম্প্রতি মসজিদের কাজ শেষ হয়েছে। 

তুরস্কের ব্লু মসজিদের আদলে নির্মিত দৃষ্টিনন্দন শিকদার বাড়ি জামে মসজিদটি দক্ষিণ চট্টগ্রামের একটি দৃষ্টিনন্দন মসজিদ। মসজিদের পশ্চিমপাশে পুকুরের পানি ঘেঁষে মিম্বর নির্মিত হওয়ায় পশ্চিমপাশ থেকে মসজিদটি দেখতে অনেক সুন্দর দেখায়।

ফতেনগর শিকদার বাড়ির প্রয়াত আইনজীবী বদিউল আলমের ছেলে কঙ্গোর কনসালটেন্ট, মিডিয়া ব্যক্তিত্ব জিয়াউল কবির আদিলের অর্থায়নে তুরস্কের ব্লু মসজিদের আদলে মসজিদটি নির্মাণ করা হয়। এটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ১৫ কোটি।

এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি