ঢাকা, মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪

ট্রাকের চাপায় প্রাণ হারালেন দুই মোটরসাইকেল আরোহী

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৩০, ৪ মার্চ ২০২৩

ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার ট্রাক চাপায় মোটরসাইকেলের চালক ও আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

আঙিনা ব্রীজের উপর শুক্রবার বিকাল পৌনে ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, ফরিদপুর শহর থেকে মোটরসাইকেলেযোগে গ্রামের বাড়ি বাহিরদিয়া যাচ্ছিলেন দুইজন। পথিমধ্যে একই দিক থেকে আসা দ্রুতগামী বালুবাহী একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

নিহতদের মধ্যে একজনের পরিচয় মিলেছে। তিনি হলেন মাচ্চর ইউনিয়নের বাহিরদিয়া এলাকার ইনজামুল। অপরজনের পরিচয় পাওয়া যায়নি। 

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা মোটরসাইকেলের দুই আরোহীর ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার করে।

কোতয়ালী থানার ওসি এম এ জলিল জানান, দ্রুতগামী ট্রাকের চাপায় নিহত দুইজনের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা গেলেও চালক ও হেলপার পালিয়ে যেতে সক্ষম হয়। ঘাতক ট্রাকের চালককে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান ওসি।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি