ঢাকা, শনিবার   ০৪ জানুয়ারি ২০২৫

নোয়াখালীতে অটোরিকশা উল্টে যাত্রী নিহত, আহত ৩

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪৫, ৪ মার্চ ২০২৩

নোয়াখালীর সোনাইমুড়ীতে একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে গিয়ে বেল্লাল হোসেন (৪২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনায় সিএনজি চালকসহ আহত হয়েছেন আরও তিনজন। 

শনিবার ভোর সাড়ে ৫টার দিকে ছাতারপাইয়া সড়কের জমিদার বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত বেল্লাল হোসেন সেনবাগ উপজলার ছাতারপাইয়া ইউনিয়নের সিলাদি গ্রামের আলী আসাদের ছেলে। তিনি ঢাকায় ব্যবসা করতেন বলে জানা গেছে।

ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত গাড়িটি আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্র জানা গেছে, ভোরে বেল্লালসহ কয়েকজন একটি সিএনজিযোগে সেনবাগ-ছাতারপাইয়া সড়ক হয়ে সোনাইমুড়ীর দিকে আসছিলেন। তাদের সিএনজিটি সোনাইমুড়ী পৌর এলাকার জামিদার বাড়ি এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে মারা যান সিএনজি যাত্রী বেল্লাল। 

আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি