ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

বাগেরহাটে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫২, ৪ মার্চ ২০২৩

বাগেরহাটের মোরেলগঞ্জে গাছে ঝুলন্ত অবস্থায় হাওয়া বেগম (৬০) নামের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (০৪ মার্চ) সকালে নিহতদের মরদেহ ময়না দন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

এর আগে শুক্রবার (০৩ মার্চ) গভীর রাতে মোরেলগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর মিজানুর রহমানের বাড়ির বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত স্বামী পরিত্যক্তা হাওয়া বেগম মোরেলগঞ্জ উপজেলার বাদুরতলা গ্রামের হামিদ উদ্দিনের মেয়ে। তার এক মেয়ে রয়েছে। তিন মাস আগে ২ হাজার টাকা মাসিক বেতনে জাপান প্রবাসী মিজানুর রহমানের বাড়িতে সে গৃহকর্মীর কাজ নিয়েছিলেন। শুক্রবার রাতে গলায় পাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। 

নিহত হাওয়া বেগমের মেয়ে কমলা বেগম (৪০) বলেন, অভাবের তারণায় বাসাবাড়িতে কাজ নিয়েছিল মা। কিন্তু কিভাবে কি হল জানি না। কষ্টের আর শেষ নেই আমাদের।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, হাওয়া বেগমের প্রেসারসহ নানা ধরণের শারীরিক জটিলতা ছিল। মানসিকভাবেও হতাশাগ্রস্ত ছিলেন তিনি। এসব কারণেও তার মৃত্যু হতে পারে। 

মরদেহের ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান ওসি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি