ঢাকা, শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪

অসুস্থ খাদ্যমন্ত্রীকে নওগাঁ থেকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় প্রেরণ

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৪১, ৫ মার্চ ২০২৩ | আপডেট: ১৪:৪২, ৫ মার্চ ২০২৩

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের পিত্তথলিতে প্রদাহজনিত কারণে অসুস্থ হওয়ায় জরুরি ভিত্তিতে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়া হয়েছে।

রোববার (৫ মার্চ) বেলা ১১ টায় নওগাঁ থেকে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে আসা হয়। তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকাল বিশ্ব বিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হবে বলে পরিবার এর পক্ষ থেকে বলা হয়েছে।

খাদ্যমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা কামাল হোসেন জানান, গত ১ মার্চ মন্ত্রীর নিজ নির্বাচনী এলাকা নওগাঁ-১ (সাপাহার-পোরশা-নিয়ামতপুর) এর বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি ও আগামী ৬ মার্চ নওগাঁয় আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মরহুম আবদুল জলিলের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নিতে নওগাঁয় আসেন। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছিলেন।

তিনি আরও জানান, গতকাল শনিবার (৪ মার্চ) পোরশায় রাজনৈতিক কর্মসূচি চলাকালে শারীরিক অসুস্থতা অনুভব করেন। সন্ধ্যায় স্থানীয় চিকিৎসকদের পরামর্শে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করেন। পরীক্ষার ফলাফলে দেখা যায় খাদ্যমন্ত্রীর পিত্তথলীতে ইনফেকশন রয়েছে। ডাক্তারের পরামর্শে আরও উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হয়েছে। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা নেবেন।

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি