ঢাকা, বুধবার   ২৬ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

রান্নাঘরের গ্যাসের আগুনে পুড়লো রোহিঙ্গাদের ২ হাজার ঘর

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ০৯:২০, ৬ মার্চ ২০২৩

Ekushey Television Ltd.

কক্সবাজারের উখিয়া বালুখালীতে তিনটি রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ১০ ইউনিটের ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তার আগেই আগুনে দুই হাজার ঘরবাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে।

রোববার বিকেল তিনটার দিকে প্রথমে ১১ নম্বর ক্যাম্পের বি ও ই ব্লকে এই আগুনের সূত্রপাত হয়। পরে পার্শ্ববর্তী ১০ ও ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আগুন ছড়িয়ে পড়ে। 

কক্সবাজারের শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান জানান, উখিয়ার বালুখালী ১১ নম্বর ক্যাম্পের একটি বাড়ির রান্নাঘরের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।  

তিনি জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গে উখিয়া ফায়ার সার্ভিসের দুটি টিম পরে কক্সবাজার শহর রামু টেকনাফে অবস্থিত ফায়ার সার্ভিসের ১০টি টিম আগুন নেভানোর কাজে যোগ দেয়। 

তিনি আরও জানান, ক্যাম্পের প্রতিটি বাড়িতে গ্যাস সিলিন্ডার রয়েছে। এসব গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হওয়ায় আগুন ছড়িয়ে পড়ে এবং নিয়ন্ত্রণে বেগ পেতে হয়। অগ্নিকান্ডে এসব ক্যাম্পের দুই হাজার ঘরবাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে এবং ২২ হাজার বাসিন্দা ক্ষতিগ্রস্ত হয়েছে। 

কক্সবাজার ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক অতিশ চাকমা জানান, সন্ধ্যা ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট তিন ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

উখিয়ার পালংখালী ইউপি চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী জানান, রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ে যাওয়া অসহায় রোহিঙ্গাদের কিছু কিছু পার্শ্ববর্তী স্বজনদের বাসায় আশ্রয় নিয়েছে। আর যেসব রোহিঙ্গা খোলা আকাশে নিচে রয়েছে, তাদের আপাতত খালি স্কুল-মাদ্রাসায় থাকার ব্যবস্থা করেছেন বলে জানান স্থানীয় ইউপি চেয়ারম্যান। 

২০২১ সালের মার্চ মাসের ২২ তারিখ রোহিঙ্গা ক্যাম্পে বড়ো ধরনের অগ্নিকান্ডের ঘটনা ঘটেছিল। ওই অগ্নিকান্ডে ১০ হাজার ঘরবাড়ি সম্পূর্ণ পুড়ে যায়। অগ্নিদগ্ধ হয়ে মারা যায় ১১ জন রোহিঙ্গা নাগরিক।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি