ঢাকা, বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫

সিরাজগঞ্জে বাস চাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১০:৩৫, ৬ মার্চ ২০২৩ | আপডেট: ১০:৫০, ৬ মার্চ ২০২৩

ফাইল ছবি

ফাইল ছবি

সিরাজগঞ্জের তাড়াশের মান্নান নগরে দ্রুতগামী বাসের চাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

সোমবার সকালে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

এরা হলো সিরাজগঞ্জের বেলকুচির দুলগাগড়াখালী গ্রামের বারেক সরকারের ছেলে আলমগীর হোসেন (২০), রাজশাহীর পুঠিয়া থানার নন্দনপুর গ্রামের হেলাল উদ্দিনের ছেলে সুজন (২০) ও আরেক জন অজ্ঞাত। তারা নাটোর সিটি কলেজের ছাত্র।  

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি বদরুল কবির ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে সিরাজগঞ্জ থেকে একটি পালসার মোটসাইকেলযোগে তারা ৩ জন নাটোরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের মান্নাননগরে পৌঁছুলে পেছন থেকে তাদেরকে একটি দ্রুতগামী বাস চাপা দিয়ে পালিয়ে যায়। 

এতে ঘটনাস্থলেই তারা মারা যান। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আশে। বিষয়টি খতিয়ে দেখে দায়ী গাড়ীটি সনাক্ত করে চালককে গ্রেফতারের প্রক্রিয়া চলছে বলে জানান থানার ওসি বদরুল কবির।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি