ঢাকা, সোমবার   ০৬ জানুয়ারি ২০২৫

বাগেরহাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে অন্য ট্রাকের ধাক্কা, নিহত ২

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১০:৪৬, ৬ মার্চ ২০২৩

বাগেরহাটের ফকিরহাটে দাঁড়িয়ে থাকা বালুভর্তি ট্রাকের পেছনে দ্রুতগতির মাছবোঝাই ট্রাকের ধাক্কার ঘটনা ঘটেছে। এতে দুই ট্রাকচালকের দুই সহযোগী নিহত হয়েছেন। 

সোমবার (৬ মার্চ) সকালে উপজেলার খুলনা-মাওয়া মহাসড়কের চেয়ারম্যান বাড়ি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতদের মধ্যে একজন মাছ বোঝাই ট্রাকের চালকের সহযোগি ইমন হাসান (২১)। ইমন খুলনা শহরের বাস্তুহারা কলনী নুর হোসেনের ছেলে। 

অন্যজনের পরিচয় পাওয়া যায়নি।

মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, চাকা পাংচার হওয়ায় সড়কের উপর দাঁড়িয়ে মেরামতের কাজ করছিলেন বালুভর্তি ট্রাকের চালক। এসময়ে গোপালগঞ্জ থেকে খুলনাগামী দ্রুতগতির মাছবোঝাই একটি ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই দুই ট্রাক চালকের সহকারী নিহত হন। 

মরদেহ বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান ওসি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি