ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

কুমিল্লায় পাসপোর্ট দালাল চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ২৪

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১২:৩০, ৬ মার্চ ২০২৩

Ekushey Television Ltd.

কুমিল্লায় কোতয়ালী মডেল থানার বিভিন্ন এলাকা থেকে পাসপোর্ট দালাল চক্রের মূলহোতা শাকিল আহম্মেদ সুজনসহ ২৪ জন সক্রিয় সদস্য গ্রেফতার করেছে র‌্যাব-১১। এসময় পাসপোর্ট, ডেলিভারি স্লীপ, জাতীয় পরিচয়পত্র কার্ড, মোবাইল ফোন, বিভিন্ন সীল, প্যাড, নগদ অর্থসহ পাসপোর্ট সংক্রান্ত নথিপত্র উদ্ধার করা হয়।

সোমবার সকালে র‌্যাব-১১ এর সিপিসি-২র উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র‌্যাব।

র‌্যাব জানায়, ভুক্তভোগীদের অভিযোগের সত্যতা যাচাই সাপেক্ষে র‌্যাব-১১ কুমিল্লার একটি টিম ছায়াতদন্ত শুরু করে এবং দালাল চক্রকে হাতেনাতে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে।

পরে গোয়েন্দা সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রোববার সারাদিন কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে পাসপোর্ট দালাল চক্রের মূলহোতাসহ সর্বমোট ২৪ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করে তারা। 

গ্রেফতারকৃতরা হলেন কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার শাকতলা গ্রামের শাকিল আহম্মেদ সুজন, কোতয়ালী মডেল থানার বাগিচাগাঁও গ্রামের মোঃ শাহাদাত হোসেন, একই থানার নোয়াপাড়া গ্রামের  মোঃ শরীফ, মোঃ মাসুক, মোঃ লিকন খান, ডালিম সরকার, মোঃ ইরফান, মোঃ শওকত আলী, মোঃ ওজায়ের হোসেন সাকিব, একই থানার নতুন চৌধুরী পাড়ার মোঃ দেলোয়ার হোসেন রোমান। 

এছাড়া মুরাদনগর থানার কুরুইল গ্রামের আব্দুর রহিম, কোতয়ালী মডেল থানার মোরাপাড়া গ্রামের ইশান আহম্মেদ রাব্বি , চট্টগ্রাম জেলার সন্দ্বীপ থানার মগধারা গ্রামের মুজিবুর রহমান, কুমিল্লা বুড়িচং থানার পীর যাত্রাপুর গ্রামের মোঃ সাইফুল ইসলাম, একই জেলার কোতয়ালী মডেল থানার মোঃ শাফি, একই গ্রামের মোঃ আজাহারের ছেলে মোঃ তুহিন, খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানার ব্রীজপাড়া গ্রামের মোঃ রুহুল আমিন রুবেল। 

কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার ছোটরা গ্রামের মোঃ মাজহারুল ইসলাম, একই জেলার বুড়িচং থানার পয়াত গ্রামের আব্দুল হান্নান বাবুল, একই গ্রামের হাছিবুল হাসান জিমি, একই থানার শিকারপুর তানজিদ হাসান, একই জেলার দেবিদ্বার থানার ওয়াহেদপুর গ্রামের মোঃ ইমরুল হাসান, কুমিল্লা বুড়িচং থানার পীর যাত্রাপুর গ্রামের মোঃ আবুল কালাম আজাদ, কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার কালিকাপুর গ্রামের মোঃ আব্দুল কাইয়ুম।

এসময় দালাল চক্রের হেফাজত থেকে ২০টি পাসপোর্ট, ১০৮টি ডেলিভারি স্লীপ, ২৯টি জাতীয় পরিচয়পত্র কার্ড, একটি মোবাইল সেট, ৭টি বিভিন্ন সীল, ১টি প্যাড, নগদ ৪৩ হাজার টাকাসহ পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন নথিপত্র উদ্ধার করা হয়। 

এ বিষয়ে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে কুমিল্লার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে র‌্যাব। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি