ঢাকা, রবিবার   ০৯ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

দোহারে অস্ত্র ও মাদকসহ যুবক গ্রেপ্তার

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি 

প্রকাশিত : ১৬:৪২, ৬ মার্চ ২০২৩

Ekushey Television Ltd.

ঢাকার দোহার উপজেলায় অস্ত্র ও মাদকসহ সাইম হোসেন (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে দোহার থানা পুলিশ। গ্রেপ্তারকৃগ সাইম হোসেন উপজেলার নারিশা গ্রামের মৃত আমির হোসেনের ছেলে। 

সোমবার দোহার থানা পুলিশ জানান, রোববার সকাল সাড়ে ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে দোহার থানা পুলিশের এসআই মো. গিয়াস উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার নারিশা কবরস্থানের পাশে সাইম হোসেনের বাড়িতে আভিযান পরিচালনা চালায়। এ সময়ে সাইমের কাছ থেকে ১ রিভলবার, দুই রাউন্ড গুলি, ১টি চাইনিজ কুড়াল, ৩০ পিস ইয়াবা এবং দুই'শ পুরিয়া হেরোইন উদ্ধার করে পুলিশ। 

এ ঘটনায় সাইম হোসেনের বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯এ/১৯/এফ ধারা এবং ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-এর ৩৬(১) সারণির ৮(খ)/৩৬(১) সারনির ১০(ক) ধারায় দোহার থানায় পৃথক দুইটি মামলা হয়েছে।

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তফা কামাল বলেন, সাইমের বিরুদ্ধে অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। সন্ত্রাস ও মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি