ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

বেনাপোলে ডলার-রুপিসহ পাসপোর্টযাত্রী আটক

বেনাপোল প্রতিনিধি 

প্রকাশিত : ২২:৪০, ৬ মার্চ ২০২৩ | আপডেট: ২২:৫৩, ৬ মার্চ ২০২৩

বেনাপোল চেকপোস্ট থেকে ১৬ হাজার ৬০০ মার্কিন ডলার ও ৮ হাজার ৫০০ ভারতীয় রুপিসহ মোহাম্মদ উল্লাহ (৩৮) নামে এক বাংলাদেশি পাসপোর্টযাত্রীকে আটক করেছে বিজিবি সদস্যরা। 

সোমবার (৬ মার্চ) বিকেলে চেকপোস্ট এলাকায় তল্লাশি করে বৈদেশিক মুদ্রাসহ তাকে আটক করা হয়। আটক মোহাম্মদ উল্লাহ মাদারীপুর জেলার রাজৈর থানার শ্রীকৃষ্ণদি গ্রামের মোহাম্মদ বদিউজ্জামানের ছেলে। 

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার মাহবুবুল হক জানান, নিয়মিত তল্লাশি অভিযানে চেকপোষ্টের সামনে ভারত হতে আসা ওই বাংলাদেশি যাত্রীকে সন্দেহ হওয়ায় তার ব্যাগেজ তল্লাশি করে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় ১৬ হাজার ৬০০ মার্কিন ডলার ও ৮ হাজার ৫০০ ভারতীয় রুপিসহ তাকে আটক করা হয়। যার সিজার মূল্য ১৮ লাখ ৩৬ হাজার টাকা। আটক পাসপোর্টযাত্রী বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান বিজিবি‘র ওই কর্মকর্তা। 
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি