ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রোহিঙ্গা নেতাকে গুলির পর কুপিয়ে হত্যা

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৩৯, ৭ মার্চ ২০২৩

Ekushey Television Ltd.

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা নেতা নুর হাবিব প্রকাশ ডা: ওয়াক্কাস (৪৫)কে গুলি ও কুপিয়ে হত্যা করা হয়েছে।

সোমবার (৬ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কক্সবাজারের উখিয়ার ৯নং রোহিঙ্গা ক্যাম্পের সি-৩ ব্লকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

রোহিঙ্গাদের বরাত দিয়ে উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানিয়েছেন, মঙ্গলবার রাত অনুমান সাড়ে ১২টার দিকে ৩০ জনের একটি সশস্ত্র সন্ত্রাসীদল রোহিঙ্গা নেতা নূর হাবি প্রকাশ ডাঃ ওয়াক্কাসকে ব্লক-সি/৩র মৌলভী ইয়াছিন শেডের সামনে গুলির পর কুপিয়ে হত্যা করে। 

পরে স্থানীয় রোহিঙ্গারা ‘আইওএম’ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষণা করেন। এব্যাপারে আইনগত ব্যবস্থা নিচ্ছেন বলে জানান ওসি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি