ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি রিয়াজ উদ্দিন জামি আর নেই

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ০৯:২৬, ৭ মার্চ ২০২৩

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি ও টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক চ্যানেল-২৪ ও দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার রিয়াজ উদ্দিন জামি আর নেই। 

সোমবার (৬ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে ভারতের মুম্বাই টাটা মেমোরিয়াল হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। 

তিনি দুই ছেলে, স্ত্রী ও আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগাহী রেখে গেছেন। 

তার ভাই শিহাব উদ্দিন বিপু জানান, মরদেহ ভারত থেকে আসার পর পারিবারিক সিদ্ধান্তে নামাজের জানাযার সময় নির্ধারণ করা হবে। 

এদিকে রিয়াজ উদ্দিন জামির মৃত্যুর সংবাদ পেয়ে শহরে কালাইপাড়াস্থ বাসভবনে প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ জেলায় কর্মরত সাংবাদিক, আত্মীয়স্বজন ও শোর্কাত মানুষ সমবেদনা জানাতে উপস্থিত হন। 

উল্লেখ্য, তিনি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছিলেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি