ঢাকা, সোমবার   ০৬ জানুয়ারি ২০২৫

সিরাজগঞ্জে বাস চাপায় রিক্সাচালক নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ১১:২২, ৭ মার্চ ২০২৩

সিরাজগঞ্জের শহরের মালশাপাড়া কাটা ওয়াপদায় বাসের চাপায় রিক্সাচালক নিহত হয়েছেন। বিক্ষুব্দ জনতা এসআই এন্টারপ্রাইজের ঘাতক বাসটি আটক করেছে।

নিহত শরিফ হোসেন (৩০) হোসেনপুর পুঠিয়াবাড়ি মহল্লার ছেবারত আলীর ছেলে।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা হতে সিরাজগঞ্জগামী এসআই পরিবহনের বেপরোয়া গতির বাসটি মঙ্গলবার সকাল সোয়া ১০টায় শহরের মালশাপাড়া কাটা ওয়াপদায় পৌঁছে একটি রিক্সাকে চাপা দেয়। 

এতে ঘটনাস্থলেই রিক্সাচালক শরিফ মারা যায়। তখন গাড়ীর চালক-হেলপার পালিয়ে গেলে বিক্ষুব্দ জনতা বাসটি আটক করে। 

খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি