ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নানা কর্মসূচিতে মেহেরপুরে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৪:০৬, ৭ মার্চ ২০২৩

Ekushey Television Ltd.

নানা কর্মসূচির মধ্য দিয়ে মেহেরপুরে পালিত হয়েছে ঐতিহাসিক ৭ মার্চ। দিবসটি পালন উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় সময় জেলা প্রশাসককের কার্যালয় চত্তরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক ডঃ মুনসুর আলম খান, আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পুলিশ সুপার রাফিউল আলম, জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে জেলা সাধারণ সম্পাদক এম এ খালেক ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন। 

এরপর একে একে বিভিন্ন সরকারি ও বেসরকারী প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। পরে বঙ্গবন্ধুর আত্মার মসাগফেরত কামনায় দোয়া মোনাজাত করা হয়।

এছাড়াও দিবসটি উপলক্ষে আলোচনা সভা, প্রার্থনা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি