ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

পুলিশ আতঙ্কে নদীতে ঝাপ, অতঃপর ভ্যানচালকের মৃত্যু 

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৫০, ৮ মার্চ ২০২৩

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বলরামপুরে পুলিশের ভয়ে আতঙ্কিত হয়ে  হুরাসাগর নদীতে ঝাপ দিয়ে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।

নিহত আনিসুর রহমান মন্ডল (৩০) উপজেলার কর্ণসূতী গ্রামের মৃত রেজাউল মন্ডলের ছেলে। 

কামারখন্দ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের লিডার শহিদুল ইসলাম ও নিহত আনিছুরের চাচা রফিক মন্ডল বলেন, গত  ৭ ফেব্রুয়ারি আনিসুরের ঘরের পেছনে তার প্রতিবেশী ফুফু সালেকার লাশ উদ্ধার করে পুলিশ। সেই লাশ উদ্ধারের ঘটনায় সালেকার ভাইরা আনিসুরকে পুলিশে ধরিয়ে দেয়ার হুমকি দেয়। ভয়ে সে মাস খানেক বেলকুচি থানার বানিয়াগাতী শ্বশুর বাড়ি পালিয়ে ছিল। 

হঠাৎ মঙ্গলবার সকালে বলরামপুরে অবস্থানকালে অচেনা কেউ তার খোঁজ নিতে গেলে সে পুলিশ ভেবে দৌড় দেয় এবং কচুরীপানায় ভরা নদীতে ঝাপ দেয়। দুপুরে কামারখন্দ ফায়ার সার্ভিসের একটি টিম এসে তার লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে কামারখন্দ সার্কেলের সহকারী পুলিশ সুপার আদনান মুস্তাফিজ জানান, লাশ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আনিসুরের মৃত্যুর সকল বিষয় তদন্তাধীন আছে। ময়নাতদন্তের রিপোর্ট ও সার্বিক তদন্তের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি