ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জয়পুরহাটে গৃহবধূকে জবাই করে হত্যা

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১১:১৯, ৮ মার্চ ২০২৩

Ekushey Television Ltd.

জয়পুরহাটের আক্কেলপুরে এক গৃহবধূকে নিজ বাড়িতে জবাই করে হত্যার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার রাত দশটায় উপজেলার গুডুম্বা পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত গৃহবধূ পান্না বেগম (৩০) গুডুম্বা গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী। 

স্থানীয়রা জানান, নিহতের স্বামী সিরাজুল ইসলাম শবে বরাতের নামাজে মসজিদে গিয়েছিলেন। তিনি রাত আনুমানিক দশটার দিকে বাড়িতে ফিরে ঘরের ভেতর তার স্ত্রীর জবাই করা লাশ দেখতে পেয়ে চিৎকার করেন। 

গ্রামবাসীরা ছুটে এসে ঘরে সিরাজুলের স্ত্রীর জবাই করা লাশ দেখতে পান। তারা থানা-পুলিশকে খবর দিলে রাতেই লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুবকর সিদ্দিক বলেন, রাতেই গৃহবধূর গলাকাটা লাশ থানায় আনা হয়েছে। আজ সকালে লাশটি ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

হত্যার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে জানিয়ে তিনি বলেন, পারিবারিক কলহের জের ধরেই এ হত্যাকাণ্ড হতে পারে। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি