ঢাকা, শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫

পিকনিকের বাস উল্টে নিহত ১, আহত ৩০ শিক্ষার্থী

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশিত : ১৪:১৮, ৮ মার্চ ২০২৩

নেত্রকোনার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের লক্ষীপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকনিকের বাস সড়কের পাশে উল্টে এক মাদ্রাসার শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছে কমপক্ষে ৩০ শিক্ষার্থী।

বুধবার সকাল ১১টার দিকে সোয়াদ পরিবহনের পিকনিকের বাসটি কৃষ্ণেরচর এলাকায় পৌঁছুলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে এই দুর্ঘটনা ঘটে বলে জানান দূর্গাপুর থানার ওসি শিবিরুল ইসলাম।

নিহত মাদ্রাসার ছাত্র হিমেল (১২) বলে নিশ্চিত করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, ময়মনসিংহের মুক্তাগাছা নন্দীবাড়ির দারুল উলুম আল ইসলামিয়া হাফিজুল কোরআন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ ৭৩ জন যাত্রী নিয়ে একটি বাস সকালে দুর্গাপুরে উদ্দেশ্যে রওনা দেয়। পথে লক্ষ্মীপুর নামক স্থানে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ধানক্ষেত উল্টে যায়। 

স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে দূর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি