ঢাকা, বৃহস্পতিবার   ১৬ জানুয়ারি ২০২৫

দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত স্কুলছাত্র

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১০:২১, ৯ মার্চ ২০২৩

যশোরের শার্শায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গোলাম রাব্বি পিয়াস হোসেন (১৫) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বুধবার বিকালে উলাশিতে এই দুর্ঘটনা ঘটে।

নিহত গোলাম রাব্বি পিয়াস উলাশি ইউনিয়নের মির্জাপুর গ্রামের মজনু আলীর ছেলে ও উলাশি বর্ণমালা বিদ্যাপীঠ স্কুলের দশম শ্রেণির ছাত্র।

পুলিশ ও স্বজন হাফিজুর রহমান জানান, বুধবার বিকালে উলাশি বাজারে পিতার ব্যবসা প্রতিষ্ঠান থেকে মোটরসাইকেল চালিয়ে আরও একজন আরোহীসহ শার্শার মির্জাপুর গ্রামে নিজ বাড়িতে ফিরছিলেন রাব্বি। কামারবাড়ী মোড় নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাকেলের সঙ্গে মুখামুখি সংঘর্ষ হয়। 

এসময় দুমড়ে মুচড়ে যায় মোটরসাইকেল দুটি। স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় গোলাম রাব্বি পিয়াসের।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আকিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে, পিয়াসের মৃত্যুতে পরিবারে চলছে আজাহারি। শোকের ছায়া নেমে এসেছে এলাকায়ও।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি