ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৫৬, ৯ মার্চ ২০২৩

Ekushey Television Ltd.

“কিডনি রোগ জীবনাশা প্রতিরোধেই বাঁচার আশা” এই স্লোগানে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বিশ্ব কিডনি দিবস পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় ক্যাম্পস কিডনি ও ডায়ালাইসিস সেন্টার নবাবগঞ্জ শাখার উদ্যোগে প্রতিষ্ঠানটির প্রধান ফটক থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে কায়কোবাদ চত্তর ঘুরে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। 

পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনায় অংশগ্রহণ করেন বেগম হাসিবা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ স্কাউটস নবাবগঞ্জ শাখার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, ক্যাম্পস কিডনি ও ডায়ালাইসিস সেন্টার নবাবগঞ্জ শাখার ম্যানেজার মো. জান্নাত শেখ, দোহার নবাবগঞ্জ উপজেলা শতায়ু অঙ্গন সংগঠনের সাধারণ সম্পাদক আল মেরাজ, বিশিষ্ট ব্যবসায়ী তাজুল ইসলাম, শতায়ু অঙ্গনের কবির হোসেন, মাফুজ আলী দেওয়ান, সুব্রত সাহা, মো. সিরাজুল ইসলাম, মো. শহিদুল ইসলাম. মঞ্জুর হোসেন, আবু সাঈদ দেওয়ান সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি