ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

গাছ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪২, ৯ মার্চ ২০২৩

ঝালকাঠির রাজাপুরে গাছ থেকে পড়ে ষাটোর্ধ গাছ ব্যবসায়ী মো. আলমগীর হাওলাদার নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (৯ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বড়ইয়া ইউনিয়নের বউবাজার সংলগ্ন এলাকায় আলতাফ হাওলাদারের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত গাছ ব্যবসায়ী মো. আলমগীর হাওলাদার ঐ ইউনিয়নের কলাকোপা এলাকার মৃত আব্দুল হাসেম হাওলাদারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, আলমগীর পেশায় একজন গাছ ব্যবসায়ী। বৃহস্পতিবার সকালে সে পূর্বের ক্রয়কৃত বেশ কয়েকটি গাছ কেটে নিতে স্থানীয় আলতাফের বাড়িতে যান। গাছের মগডালে উঠে ডাল কাটার সময় হঠাৎ পা ফসকে আলমগীর নিচে পড়ে যান। 

স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তমাল হালদার তাকে মৃত ঘোষণা করেন।

রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পুলক চন্দ্র রায় এ তথ্য নিশ্চিত করে বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা রুজু করা হয়েছে।

নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি