ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

শার্শায় ৮ হাজার ৩৪০ পিস ইয়াবা উদ্ধার

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৩৫, ১০ মার্চ ২০২৩

Ekushey Television Ltd.

যশোরের শার্শার নাভারণ-সাতক্ষীরা মোড়ে একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ৮ হাজার ৩৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

শুক্রবার (১০ মার্চ) সকাল ১১টার দিকে বিজিবির একটি বিশেষ অভিযানিক টহল দল ইয়াবার চালানটি উদ্ধার করে। ইয়াবা উদ্ধারের বিষয়টি জানিয়েছেন যশোর বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আহমেদ হাসান জামিল।

বিজিবি জানায়, তাদের কাছে গোপন খবর আসে ভারত থেকে পাচার করে এনে সাতক্ষীরা-ঢাকাগামী একটি পরিবহনে করে বিপুল পরিমাণ মাদকের একটি চালান ঢাকায় নেয়া হবে। এমন সংবাদ পেয়ে শার্শার আমড়াখালী বিজিবি ক্যাম্পের সদস্যরা গোপন অবস্থানে থাকে। এক পর্যায়ে তামিম নামের একটি পরিবহন নাভারণের সাতক্ষীরা মোড়ে আসলে তাতে অভিযান চালিয়ে একটি সিটের নীচ থেকে ৮ হাজার ৩৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারী পালিয়ে যায়। 

আটককৃত ইয়াবা ট্যাবলেট ধ্বংস করার নিমিত্তে অতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান বিজিবির ওই কর্মকর্তা। 
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি