ঢাকা, রবিবার   ০২ ফেব্রুয়ারি ২০২৫

কালকিনিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশিত : ২০:১০, ১০ মার্চ ২০২৩

'স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দুর্যোগ প্রস্তুতি সবসময়' এই শ্লোগানকে সামনে রেখে মাদারীপুরের কালকিনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন করা হয়েছে। 

এ উপলক্ষে শুক্রবার (১০ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার পিংকি সাহা, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. কায়েসুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোস্তফা কামাল, সহকারি প্রকৌশলী তনু চন্দ্র কর, ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. খোকন, প্রধান শিক্ষক মো. খলিলুর রহমানসহ বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি