ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভাইকে পেয়ারা দিতে গিয়ে লাশ হলেন শামীম

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:২০, ১১ মার্চ ২০২৩

Ekushey Television Ltd.

নাটোরের লালপুরে শ্যালো ইঞ্জিনচালিত ট্রলি গাড়ির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শামীম (১৮) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। 

শনিবার (১১ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলার ওয়ালিয়া-দয়রামপুর সড়কের ফুলবাড়ি পুলিশ ছাউনি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহত শামীম সিংড়া উপজেলার নূর মোহাম্মদ শাহ’র ছেলে। সে ওয়ালিয়া মধ্যপাড়া গ্রামের মানজেদ আলীর ভাগিনা ও চকনাজিরনপুর ভোকেশনাল এন্ড বিজনেজ ম্যনেজমেন্টর একাদশ শ্রেণীর ছাত্র ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শামীম তার মামার বাড়ি ওয়ালিয়াতেই থাকতো। আজ সকালে ওয়ালিয়া থেকে মামা মানজেদের মোটরসাইকেল নিয়ে ধুপইলে তার মামাতো ভাইকে পেয়ারা দিতে যাচ্ছিলেন। পথে ফুলবাড়ি পুলিশ ছাউনি এলাকায় পৌঁছাইলে দয়রামপুর দিক থেকে আসা শ্যালো ইঞ্জিনচালিত ট্রলির সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়। 

এতে ঘটনাস্থলেই শামীম মারা যান। 

ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির ইনর্চাজ আব্দুর রহিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতরে লাশ উদ্ধার করে। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও ইঞ্জিনচালিত গাড়ি জব্দ করে ফাঁড়িতে আনা হয়েছে। তবে ইঞ্জিনচালিত ট্রলির চালক পলাতক রয়েছেন। 

মরদেহের প্রাথমিক সুরতাহাল করা হয়েছে বলে জানায় পুলিশ।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি