ঢাকা, বৃহস্পতিবার   ১৩ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

সাউথ সন্দ্বীপ হাই স্কুল প্রাক্তন শিক্ষার্থী সমিতি ঢাকা’র নেতৃত্বে সফিকুল-সুমন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৪৬, ১১ মার্চ ২০২৩ | আপডেট: ০০:২৮, ১২ মার্চ ২০২৩

Ekushey Television Ltd.

চট্টগ্রামের সন্দ্বীপের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সাউথ সন্দ্বীপ হাই স্কুল প্রাক্তন শিক্ষার্থী সমিতি ঢাকা'র নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন প্রকৌশলী সফিকুল আলম ভুঁইয়া এবং সাধারণ সম্পাদক পুননির্বাচিত হয়েছেন এস এম যাহিদুল আলম সুমন।   

শুক্রবার (১০ মার্চ) সকাল ১০টায় রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে সাম্প্রতিক সময়ে মৃত্যুবরণকারী প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষকদের সম্মানে স্মরণসভা-দোয়া, কবি আসাদ মান্নানের সংবর্ধনা ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। 

সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার আবুল কালাম এর সভাপতিত্ব সভায় সঞ্চালনা করেন বিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের সাবেক সদস্য শামসুল কবির খান। 

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রকৌশলী সফিকুল আলম ভুঁইয়া, সাবেক অতিরিক্ত সচিব মোশারফ হোসেন খাদেম, প্রবীণ রাজনীতিবিদ অ্যাডভোকেট আনোয়ারুল কবির, সংবর্ধিত অতিথি কবি আসাদ মানান, প্রিন্সিপ্যাল মনির আহমেদ, ড. ফয়জুল কবির খান কর্নেল দিদারুল আলম বীর প্রতীক, মোহাম্মদ আলমগীর, জাসদ নেতা নুরুল আক্তার, কাজী জিয়াউদ্দিন, ডা. এনায়েতুল উল্লাহ খসরু। 

অনুষ্ঠানের প্রথম অধিবেশনে স্কুলের প্রাক্তন কৃতি শিক্ষার্থী সাবেক সচিব কবি আসাদ মান্নান ২০২১ সালে বাংলা একাডেমির পুরস্কারে ভূষিত হওয়ায় তাকে সমিতির পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়। 

মধ্যাহ্নভোজনের পর দ্বিতীয় অধিবেশনের সাধারণ সভায় আগামী দুই বছরের জন্য স্কুলের প্রাক্তন শিক্ষার্থী সমিতির নতুন কমিটি ঘোষণা করা হয়। 

নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন ড. এনায়েতু্লাহ খসরু, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হান্নান এফসিএ, অর্থ সম্পাদক এস এম শাহ আলম। সদস্য: ইঞ্জিনিয়ার হুমায়ুন কবির, মোশাররফ হোসেন খাদেম, বোরহান উদ্দিন, আসাদ মানান, কামাল পাশা, মিজানুর রহমান, নুরুল আক্তার মিলাদ, ড. প্রশান্ত ব্যানার্জি , জান্নাতুল ফেরদৌস সুরমা, কাজী নাঈম উদ্দিন জাবেদ, আনোয়ারুল মঞ্জু , জাকারিয়া , কাজী নাজিম উদ্দিন নাপে, সফিকুর রহমান, নাজিম উদ্দিন , তাজুল ইসলাম পাভেল, জিয়াউল হক রাজু প্রমুখ।

এসময়  স্কুলের বিভিন্ন ব্যাচের সাবেক শিক্ষার্থীরা পরিবার-পরিজনদের আনন্দ আড্ডায় এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। 

কেআই//


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি