ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বাসাভাড়া নিয়ে দ্বন্দ্বে মালিকের ছেলেকে হত্যা, আটক ৫

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১১:২৮, ১২ মার্চ ২০২৩

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জের চৌহালীর জোতপাড়ায় যমুনার চর থেকে এক শিশুর জবাইকৃত লাশ উদ্ধার করেছে পুলিশ। গাজীপুরে বাসা ভাড়া নিয়ে দ্বন্দ্বের জেরে মালিকের ছেলেকে হত্যা করে পুঁতে রাখা হয়। এ ঘটনায় ঘাতকসহ ৫ জনকে করা হয়েছে।

নিহত তানজিদ সরকার (৯) গাজীপুরের কুনিয়াগাছা গ্রামের লতিফ সরকারের ছেলে। 

আটককৃতরা হলেন টাঙ্গাইলের নাগরপুরের তেবাড়িয়া পুর্বপাড়া গ্রামের মাখন মিয়ার ছেলে ঘাতক সোহাগ হোসেন (২০), স্ত্রী সুমাইয়া, মা চায়না খাতুন, বাবা মাখন মিয়া, মিননগরের খালা জুলেখা খাতুন।

চৌহালী থানার ওসি হারুন অর রশিদ জানান, গাজীপুরে লতিফ সরকারের বাড়িতে ঘাতক সোহাগের মা ও বোন ভাড়া থাকতেন। ভাড়া দেওয়া নিয়ে বাড়ির মালিকের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। এ নিয়ে দ্বন্দ্বের জের ধরে কৌশলে গত শুক্রবার সকালে বাড়ির মালিকের ছেলে তানজিদকে নিয়ে বের হয় সোহাগ।

এরপর পরিবারের লোকজন তাকে না পেয়ে থানায় অভিযোগ করলে চৌহালী থানা পুলিশ সোহাগকে আটক করে। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী রোববার সকালে চৌহালীর জোতপাড়া চর থেকে পুঁতে রাখা শিশুটির লাশ উদ্ধার করা হয়। তার গলা কাটা ছিল।

আটককৃত প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, ভাড়া নিয়ে দ্বন্দ্বের জের ধরে এই হত্যাকাণ্ড তিনি ঘটিয়েছেন।  

এরপর পুলিশ সোহাগের আরও ৪ স্বজনকে আটক করে থানায় নিয়ে আসে। বিষয়টি আরও গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে বলে জানিয়েছেন থানার ওসি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি