ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

অবশেষে আখাউড়া-লাকসাম রেলওয়ে প্রকল্পের কাজ শুরু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৪৭, ১২ মার্চ ২০২৩

বিএসএফের বাধায় দীর্ঘ আড়াই বছর পর ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে আখাউড়া-লাকসাম রেলওয়ে প্রকল্পের কসবা ও সালদানদী অংশের কাজ। 

দুই দেশের উচ্চ পর্যায়ের আলোচনা ও বিজিবি- বিএসএফ’র কার্যকর যোগাযোগের মাধ্যমে রোববার সকাল থেকে কাজ শুরু হয়।

সকালে কাজ পরিদর্শনে আসেন বিজিবি সরাইল রিজিয়নের রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ শহীদুল ইসলাম। এ সময় তিনি রেলওয়ে প্রকল্প কাজের পরিচালক মোঃ সুবক্ত গিনসহ বিজিবির অন্যান্য কর্মকর্তা ও তমা কন্সট্রাকশনের কর্মকর্তাদের নিয়ে প্রকল্পস্থল পরিদর্শন করেন।  

জানা যায়, ২০১৬ সালের নভেম্বরে শুরু হয় এই রেলওয়ে প্রকল্পের নির্মাণ কাজ। তবে সীমান্তের ১৫০ গজের মধ্যে কাজ হচ্ছে এমন অজুহাতে ২০২০ সালের ৯ সেপ্টেম্বর বিএসএফের বাধার মুখে বন্ধ হয়ে যায় কসবা ও সালদানদী অংশের কাজ। 

বিজিবি সরাইল রিজিয়নের রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ শহীদুল ইসলাম জানান, এ নিয়ে দুই দেশের উচ্চ পর্যায়ের একাধিক ফলপ্রসূ আলোচনার পর রোববার থেকে ঢাকা-চট্টগ্রাম রেলপথে আখাউড়া--লাকসাম রেলওয়ে প্রকল্পের কাজ শুরু হয়েছে।

কাজটি শেষ হলে এটি দেশের জাতীয় অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কার্যকর ভূমিকা পালন করবে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি