ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নওগাঁয় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ডের আদেশ 

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১৫, ১২ মার্চ ২০২৩

Ekushey Television Ltd.

নওগাঁয় স্ত্রী শামিমা আক্তার (৪৫)কে সন্তানের সামনে গলা কেটে হত্যার দায়ে স্বামী ফরিদুর রেজা ফরিদ (৫২)কে মৃত্যুদণ্ডের আদেশ প্রদান করেছে আদালত।

রোববার দুপুরে নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২’র  বিজ্ঞ বিচারক মোঃ ফেরদৌস ওয়াহিদ জনাকীর্ণ আদালতে আসামির উপস্থিতিতে এই রায় প্রদান করেন। 

দণ্ডপ্রাপ্ত আসামি ফরিদুর রেজা নওগাঁ সদর উপজেলার চক আতিতা গ্রামের বাসিন্দা। 

আদালত সূত্রে জানা যায়, দণ্ডপ্রাপ্ত আসামি ফরিদুর রেজা ব্যবসা করার পাশাপাশি মাদকাসক্ত হয়ে পড়েন। একপর্যায় তিনি পরিকীয়ায় জড়িয়ে পড়লে স্ত্রীর সঙ্গে তার বিবাদ শুরু হয়। এই বিবাদকে কেন্দ্র করে ২০১১ সালের ৫ এপ্রিল রাতে ফরিদুর রেজা ফরিদ তার স্ত্রী শামিমা আক্তারকে তাদের কন্যা দীপার সামনে গলা কেটে হত্যা করেন।

এই ঘটনায় নিহত শামিমার ভাই কাঞ্চন হাওলাদার বাদী হয়ে নওগাঁ সদর থানায় ফরিদুর রেজাকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। সদর থানার পুলিশ তদন্ত শেষে উক্ত ফরিদুর রেজার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।  

দীর্ঘ শুনানী শেষে আজ রোববার দুপুরে নওগাঁর বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২’র বিজ্ঞ বিচারক এই রায় প্রদান করেন।

এই রায়ে নিহত শামিমার ভাই বাদী কাঞ্চন হাওলাদার সন্তোষ প্রকাশ করে রায় দ্রুত কার্যকর করার দাবি জানান।

তবে আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সিরাজুল ইসলাম এই রায় অসন্তোষ প্রকাশ করে বলেন, আমরা ন্যায় বিচারের জন্য উচ্চ আদালতে যাব।

রাষ্ট্রপক্ষে বিজ্ঞ সরকারি কৌশলী (পিপি) অ্যাডভোকেট আব্দুল্লাহেল বাকী এবং আসামি পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ও অমরেন্দ্রনাথ ঘোষ মামলাটি পরিচালনা করেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি