ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্র প্যাসিফিকের ‘টাইগার লাইটিং’ সমাপ্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫১, ১২ মার্চ ২০২৩

Ekushey Television Ltd.

বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্র প্যাসিফিক। তারই অংশ হিসেবে গত ২৬ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চ পর্যন্ত বাংলাদেশে সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্র প্যাসিফিক আর্মি কমান্ডের মধ্যে অনুশীলন টাইগার লাইটিং-২০২৩ অনুষ্ঠিত হলো। 

এ অনুশীলনের মূল উদ্দেশ্য ছিল জাতিসংঘ শান্তি রক্ষা মিশন এবং সকল প্রতিকূলতায় কার্যকর পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের কৌশল নির্ধারণে পারদর্শী করে তোলা। 

১৪ দিনের অনুশীলন শেষে রোববার সকালে গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসের বিপসটে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চীফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান বলেন, বন্ধুপ্রতীম দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে পারস্পরিক বোঝাপড়া এবং অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি করাই ছিল অনুশীলনের মূল লক্ষ্য। এছাড়া টাইগার লাইটিং দুই দেশের সেনাবাহিনীর মধ্যে পারস্পরিক সমঝোতা বৃদ্ধিতে বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করেন তিনি।

সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ডেপুটি চিফ অফ মিশন মিস হেলেন লাফেভ, যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ডের ডেপুটি কমান্ডিং জেনারেল মেজর জেনারেল ক্রিস্টোফার রবার্ট স্মিথ বক্তব্য রাখেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি