ঢাকা, বৃহস্পতিবার   ১৬ জানুয়ারি ২০২৫

আগুনে দগ্ধ হয়ে স্কুল শিক্ষকের মৃত্যু

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশিত : ১৬:১২, ১২ মার্চ ২০২৩

সাতক্ষীরার কলারোয়ায় আগুনে দগ্ধ হয়ে মমতাজ উদ্দীন (৭৭) নামের এক অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষকের করুণ মৃত্যু হয়েছে।

রোববার (১২ মার্চ) বেলা ১২টার দিকে উপজেলার চন্দনপুর ইউনিয়নের দাড়কি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মমতাজ উদ্দীন চন্দনপুর হাইস্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন।

নিহতের ভাতিজা চন্দনপুর ইউনাইটেড কলেজের সহকারী অধ্যাপক আশরাফুল ইসলাম জানান, ‘বাড়ির পাশের বাঁশবাগানে গিয়ে বাঁশের পাতা জড়ো করে তাতে আগুন ধরিয়ে দেন চাচা মমতাজ উদ্দীন। সে সময় অসাবধানতাবশত তার পরিধেয় লুঙ্গিতে আগুন ধরে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। এদিকে, এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি