ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কালুখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১৮ বসতঘর

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:২৪, ১৩ মার্চ ২০২৩

Ekushey Television Ltd.

রাজবাড়ীর কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের বিকয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮টি বসতঘর ভষ্মিভূত হয়ছে।

সোমবার সকাল সাড়ে দশটার দিকে স্থানীয় গোলাম সরয়ারের পুরাতন বাড়িতে আগুনে পুরে ভষ্মিভূত হয় বসতঘরগুলো। 

সেখানে ৮-১০টি পরিবার বসবাস করত। এতে ৫০ লক্ষাধিক টাকারও বেশি ক্ষতি হয়েছে বলে জানান গোলাম সরয়ার। 

আগুন লাগার আধা ঘন্টা পর কালুখালী ফায়ার সার্ভিস ও পাংশা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তার আগে সব কিছুই পুড়ে ধ্বংস হয়ে যায়। 

এর আগে আশপাশের মানুষরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। রান্না ঘরের চুলার আগুন বা ফেলে রাখা চুলার ছাই থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে জানান বাড়ির মানুষ।

আগুনে যাদের ক্ষয়ক্ষতি হয়েছে তারা অসহায় ও দরিদ্র পরিবারের মানুষ।

এ বাড়িতে বসবাস করতেন হাচেন মণ্ডল, খবির মণ্ডল, বোনাউল্লা মণ্ডল, কুদ্দুস মণ্ডলসহ ৮-১০টি পরিবার। আগুনে পুরে সব শেষ হয়ে যাওয়া এখন তাদের মাথাগোজার স্থানটুকুও অবশিষ্ট নেই।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি